শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের দুই নারী সদস্যকে বরাদ্দ থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বেতমোর রাজপাড়া ইউপি চেয়ারম্যান ও সচিব‘র বিরুদ্ধে। এ ঘটনায় বঞ্চিত নারী সদস্য সাহিদা বেগম ও আয়শা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে আজ রোববার লিখিত অভিযোগ ডাকযোগে প্রেরণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান দোলোয়ার হোসেন ও সচিব জহিরুল ইসলাম যোগসাজসে টিআর, কাবিখা, এলজিএসপি, ৪০ দিনের কর্মসূচি, ভিজিডি বিজিএফ, জিআরসহ বিভিন্ন বরাদ্দের আংশিক দিয়ে বেশীর ভাগই আত্মসাৎ করেছে। এমনকি তারা ৪ বছরের বকেয়া মাসিক সম্মানি ভাতাও পায়নি। বিভিন্ন উন্নয়নের কথা জানতে চাইলে ওই নারী সদস্যদের প্রশ্নের কোন সদুত্তর দেয় না। অভিযোগে আরও জানা যায়, তাদের আংশিক বরাদ্দ পেতেও সচিব জহিরুল ইসলামকে ৩% ঘুষ দিতে হয়েছে। এসকল ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে তারা নানা রকম হয়রানির শিকার হন।
এব্যপারে ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন আকন অভিযোগ অস্বীকার করে জানান, অংশ অনুযায়ী তাদের বরাদ্দ দেয়া হয়েছে। যার সকল কাজগ-পত্র পরিষদে রক্ষিত আছে।