শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে লক ডাউনের কোন বালাই নেই। প্রশাসনের তদারকি কিংবা আইনের প্রয়োগ তেমন চোখে পড়ছেনা। উপজেলা প্রশাসন দুই দিন পূর্বেও যে অবস্থানে ছিলেন তা কাউখালীবাসীর জন্য ভালো ছিলো অথচ দুই দিন ধরে প্রশাসন কেন ঝিমিয়ে আছে। সারা পৃথিবী যখন করোনা জ্বরে কাঁপছে আর তখন কাউখালীর জনগন বীর দর্পে রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছে। মানছে কোন সামাজিক দূরত্ব। মনে হচ্ছে যেন ঈদের বাজার বসছে। অথচ পাশর্^বর্তী উপজেলা মঠবাড়িয়া চলছে পুরো লক ডাউন এবং বিভাগীয় শহর বরিশালেও লক ডাউন অব্যাহত রয়েছে। কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন শৃংখলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো ছিল। কাউখালীবাসীর চলাফেরা দেখে মনে হচ্ছে করোনা ভাইরাস বলতে কোন ভাইরাস এর নাম কিংবা ভয়াবহতা সম্পর্কে কাউখালীবাসী শোনেনাই। উপজেলার চিরাপাড়া নিবাসী মোঃ দিদারুল ইসলাম এর সাথে আলাপ চারিতায় তিনি বলেন, আমরা কিছুদিন পূর্বে কাউখালীতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর তৎপরতা দেখেছি অথচ এখন তা চোখে পড়ছেনা। আমি বলবো উপজেলা প্রশাসন যাতে কাউখালীবাসীকে করোনা মুক্ত রাখার জন্য পূর্বের চেয়ে আরও কঠিন অবস্থানে থাকেন নইলে আমরা কেহ রেহাই পাবো না।