শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
ভাণ্ডারিয়ায় নতুন করে আরো দুই জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। তিনি বলেন, কোভিড-১৯ এর গত ১২ মে ৪৯ টি রিপোর্ট (ফলাফল) পাওয়া যায় এবং ৪৩ টি রিপোর্ট নেগিটিভ এবং ৬টি পজেটিভ। এরমধ্যে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ২ জন্য এবং পিরোজপুর সদরের শারিকতলা, মরিচাল, ঝাটকাঠীতে ৪ জন। এ পর্যন্ত নেগিটিভ রোগী মোট ৪৪০, পজেটিভ রোগীর সংখ্যা মোট পজেটিভ ২৫ জন। পজেটিভ রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ০৪। এই নিয়ে ভান্ডারিয়ায় করোনা ভাইরাসে ৯ জন আক্রান্ত। তবে এর মধ্যে পৌর শহরের জামির তলা গ্রামের রাসেল এবং গৌরিপুর ইউনিয়নের সানাউল্লাহ সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল ইসলাম জানান, আক্রান্ত ২ জন রোগী ঢাকার গাজীপুরে রাজমিস্ত্রীর কাজ করত। একসপ্তাহ আগে বাড়িতে আসলে খবর পেয়ে আমরা তাদের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠালে আজ রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, করেনা আক্রান্ত রোগীদের বাড়িসহ ২৪ টি পরিবার, তেলিখালী বাজার, এবং ২ ও ৩ নং ওয়ার্ড লকডাউন করা হয়েছে এবং রোগীদের কন্ট্রাক ট্রেসিং করা হয়েছে, পরবর্তীতে কন্ট্রাকে আসা লোকদের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হবে।