শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
করোনা আর চেনাজানা মানুষের হৃদয়হীনতার সঙ্গে তুমুল যুদ্ধ করে অবশেষে নিজের মাতৃত্ব প্রতিষ্ঠা করলেন এক গৃহবধূ। করোনা পজিটিভ হওয়ার পর গত কয়েক দিনের প্রতিকূলতার ধকল তুচ্ছ করে এখন তার চোখেমুখে বিজয়ের হাসি। নীলফামারী শহরের সবুজপাড়ার ওই নারী তার নবজাতকসহ এখন ভালো আছেন রংপুর মেডিকেলের প্রসূতি বিভাগে। করোনা আক্রান্ত হওয়াসহ নানা টানাপড়েনে সৃষ্টি হওয়া কিছু ঝুঁকির কারণে নির্ধারিত সময়ের কয়েক দিন আগে অস্ত্রোপচারের পর বুধবার বিকালে রংপুর মেডিকেলের পরিচালক ডা. ফরিদুল ইসলাম খবরটি জানিয়েছেন।
করোনা আর সামাজিক বৈরিতার শিকার এই নারী তাকে উদ্ধার করে এমন আনন্দময় অনুভূতি উপহার দেয়ায় সরকারের স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিয়ের চার বছর পর প্রথম সন্তান পেটে নিয়ে শ্বশুরবাড়ি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ থেকে বাবার বাড়ি নীলফামারী শহরের সবুজপাড়ায় আসেন।
এরিমধ্যে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মীরা খবর পেয়ে তার করোনা পরীক্ষার উদ্যোগ নেন। গত রবিবার তার করোনা পজিটিভ হওয়ার খবর জানাজানি হলে এলাকার কিছু মানুষের রোষানলে পড়েন।
তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে এমন খবর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কাছে গেলে মঙ্গলবার তাকে এম্বুলেন্সে করে রংপুর মেডিকেলে এনে ভর্তি করা হয়।
আরও দুই সপ্তাহ পরে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা থাকলেও শারীরিক অবস্থার কারণে চিকিৎসকরা ওই রাতেই সিজারের সিদ্ধান্ত নেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নূরন্নবী লাইজু জানান, গৃহবধূ করোনা পজিটিভ হওয়ায় তাকে গুরুত্বের সঙ্গে দেখা হয়।