শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
কামরুল হাসান মুরাদ:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪মে) দুপুর ৩টার দিকে উপজেলার কৈবর্তখালী গ্রামের মিলবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মিলবাড়ি নামক স্থানে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পরে আছে, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।