শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, সরকার কয়েকটি ফ্লাইওভার তৈরি করে উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন বলে প্রচার করছে, কিন্তু হাসপাতাল নেই কেন, ভেন্টিলেটর নেই কেন? করোনা রোগীদের দরকার ভেন্টিলেটর, অক্সিজেন। দেশের ৯০% হাসপাতালে এ ব্যবস্থা নেই। তাহলে মানুষ বাঁচবে না মরবে। তাহলে তো মানুষ মরার কথা।
তিনি বলেন, সরকার মানুষ বাঁচানোর কোনো কাজ করেনি। এখন মানুষ মরুক-বাঁচুক তাতে সরকারের কোনো দায়িত্ব নেই। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারা যাচ্ছে। সরকারের কোনো পদক্ষেপ নেই।
আজ শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় ও শ্রীনগরের বীরতারা ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুনঃ বীরগঞ্জে ৪শ কর্মহীন মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল
রিজভী বলেন, বিশ্বব্যাপী করোনা মহাদুর্যোগ ২১০টি দেশে আঘাত হেনেছে। এটির কোনো ওষুধ তৈরি হয়নি। সচেতনতা ও সাবধানতা থাকতে হবে করোনা মোকাবেলায়। কিন্তু অত্যন্ত দুঃখের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো লকডাউন খুলে দিয়েছে। একবার বলেন লকডাউন শিথিল করা হয়েছে আবার বলেন লকডাউন চলবে। তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন। আমাদের দেশে আক্রান্ত হওয়ার আগে করোনা প্রতিরোধে পদক্ষেপ নিতে পারতেন তা নেয়নি।
তিনি বলেন, ত্রাণ বিতরণের নামে সরকার নিজেদের লোকজনকে নিয়োগ দিয়েছে। তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররাই ত্রাণ বিতরণে যুক্ত ছিলেন। পরে কি হলো তাদের বাড়ি থেকে তেল পাওয়া গেছে, চাল পাওয়া গেছে, ডাল পাওয়া গেছে। লুটের মনোবৃত্তি নিয়েই সরকার নিজেদের লোকদের এর মধ্যে অন্তর্ভূক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ ধীরণ, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেরে সাবেক সহ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিরাজদিখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ মোল্লাসহ জেলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।