শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
করোনাভাইরাসের ধাক্কা সামলে প্রায় দু মাস পর জার্মানিতে ফিরছে ফুটবল। আজ শনবিার থেকে শুরু হতে চলেছে অসমাপ্ত বুন্দেশলিগা। সব ম্যাচই হবে ক্লোজড ডোর। ফের টিভির পর্দায় সরাসরি ইউরোপীয় ফুটবলের স্বাদ নেওয়ার সুযোগ মিলতে চলেছে বুন্দেশলিগার সৌজন্যে।
জানা গেছে, প্রথম দিনেই রয়েছে ৬টি ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে পাঁচটি ম্যাচ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বরুশিয়া ডর্টমুন্ড বনাম শাল্কের ডার্বি ম্যাচ। সন্ধ্যা সাতটা থেকে এক সঙ্গে পাঁচটি ম্যাচ রয়েছে। এছাড়া রাত সাড় দশটায় রয়েছে আরো একটি ম্যাচ।
তাছাড়া আগামীকাল রবিবার মাঠে নামছে লিগ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। লিগে পাঁচজন করে পরিবর্তন ফুটবলারের নিয়ম চালু রাখছে বুন্দেশলিগা কর্তৃপক্ষ।