শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় করোনা ভাইরাস(কোভিড১৯)সক্রামনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কর্মহীন অসহায় মধ্যবিত্ত ১শত পরিবাবারে মাঝে উপহার প্রদান করেছেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। গতকাল শনিবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে, করোনা ভাইরাস(কোভিড ১৯)সক্রামনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কর্মহীন অসহায় মধ্যবিত্ত ১শত পরিবারের মাঝে ত্রান সামগ্রীক উপহার প্রদান করেছেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
আরো পড়ুনঃ পিরোজপুরে ৬৯ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন পৌর মেয়র হাবিবুর রহমান মালেক
বিতরণ অনুষ্ঠানে বরিশাল বিভাগ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জোনাল অফিসার মোঃ ফজলুল করিম তালুকদার, স্থানীয় চেয়ারম্যান হাসনাত ডালিম,সাবেক মেম্বার মাহাবুবুর রহমান শানু, সমাজ সেবক ইলিয়াছ হোসেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বৈঠাকাটা ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার মন্ডল,পদক্ষেপ এরিয়া ম্যানেজার মোস্তফিজুর রহমান প্রমূখ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জোনাল অফিসার তিনি জানান। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ,১শত প্যাকেট প্রদান করেছি।প্রতি প্যাকেটে রয়েছে চাল,আলু,ডাল,তেল, লবন,নগদ ২শত টাকা।