শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় নতুন করে আরো ২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। পৌরসভার বড় কানুয়া মহল্লায় আক্রান্ত দুটি বাড়ি প্রশাসন রোববার রাতে লকডাউন ঘোষণা করেছে।
ভাণ্ডারিয়া পৌরসভার বড় কানুয়া মহল্লার গার্মেন্টস শ্রমিক মনির হোসেন (৩৫) এবং একই এলাকার লাইজু আক্তার (২৫) এর করোনা পজিটিভ আসে।
জানাগেছে, গত ৯ মে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। প্রশাসন বিষয়টি জানতে পেরে গত ১৫ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৭ মে রোববার রাতে দু‘জনের করোনা সংক্রমনের ফলাফল পজেটিভ আসে। পরে প্রশাসন রাতেই তাদের বাড়িটি লকডাউন ঘোষণা করে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পরিবার দুটিকে লকডাউনে রাখা হয়েছে। এসময় তাদের ১৪ দিনের খাদ্য সহায়তা যথারীতি প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, তাদেরকে বাড়ীতে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এপর্যন্ত ভান্ডারিয়া উপজেলায় মোট ৯ জন করোনা রোগী সনাক্ত হয় এর মধ্যে ৪ জন সুস্থ্য হয়েছে।