শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ৭নং বিপদ সংকেত এর আওতায়। ঘুর্নিঝড় আম্ফান মোকাবেলায় পিরোজপুরের ৭টি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ২৩১টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ২৫০জন আশ্রয় নিতে পারবে। তবে করোনা পরিস্থিতির কারনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যাবহার করা হবে। যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে সেখানে লোকজন থাকতে পারে। সোমবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, দুর্যোগে মানুষ আহত হলে তাদের চিকিৎসা দেয়ার জন্য প্রতিটি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে অবস্থা বুঝে মেডিকেল টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান জেলা প্রশাসক