শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সুমন খান,বিশেষ প্রতিনিধি
পি্রোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির ১ নং বলদিয়া পঞ্চবেকী বাজারের ।বিশ্ব যখন নিশ্চুপ করোনাভাইরাস এই মহামারী কারণে । ঠিক আজ পবিত্র ঈদুল ফিতর ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলমানদের এই খুশির ঈদ। আর এই খুশীর দিনে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মোঃ রিপন পাওয়া টাকা চাওয়ার জন্য, ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মাসুম মিয়ার ছেলে রাইসুল ইসলামকে গ্লাস দিয়ে মাথার উপরে আঘাত করে। আঘাতে রাইসুল ইসলামের মাথা ফেটে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করেন। তার বাবা তাকে নিয়ে নেছারাবাদ থানায় চলে যায়। থানায় যাওয়ার পরে ডিউটি অফিসার উত্তমবাবু রাইসুল কে দেখে প্রাথমিক চিকিৎসার জন্য নেছারাবাদ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। এবং চিকিৎসার পরে থানায় এসে রাইসুলের বাবা মাসুম মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনা মিডিয়াকেে জানানোর পর, সরেজমিনে গেলে বিভিন্ন মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রিপন একটি বখাটে ছেলে সে বর্তমানে বিভিন্ন বাবি অপকর্মম করে আসছে। এবং নেতার সাথে চলাফেরা করে। আর এই চলাফেরার সুবাদে নিজেকে জাহির করার জন্য বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। বিভিন্ন মানুষকে মারধর করে এমনকি খুর দিয়ে পোচ দিয়েছে বলে এলাকা এবং অটো ড্রাইভার কে পেটানো হয়। এমন সূত্রে জানা যায়। রাইসুল ইসলাম ট্রলারে কাজ করে সেই কাজ করার টাকা জামিন নেয় রিপন। রাইসুল সেই টাকা রিপনের কাছে চাওয়ায় রিপন ক্ষিপ্ত হয়ে রাইসুলের মাথার উপর গ্লাস দিয়ে আঘাত করে। আঘাতে রাইসুলের মাথা ফেটে যায় এবং ৬টি সেলাই লাগে। বর্তমানে রাইসুল বিশ্রামে আছে।