মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেছমিন বেগমের ভিজিডি কার্ডের চাল নিয়ে যায় অন্য একজন।
এ ঘটনা উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নে। ভূক্তভোগি জেছমিন বেগম জানায় , ২০১৯ সালে ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জসিম হাওলাদারের স্ত্রী জেছমিন বেগমের নামে ২৯৪ নং ক্রমিকে একটি ভিজিডি কার্ড করেন ঐ ওয়ার্ডের ইউপি সদস্য জলিল হাওলাদার ও মহিলা ইউপি সদস্য সিমু আক্তার। কিন্তু জেছমিন বেগমের নামে ভিজিডি কার্ড হলেও এর সুবিধা নিত ঐ এলাকার আব্দুল জলিল এর ছেলে হেলাল। গত ২৩ মে সকালে হেলাল ভিজিডি কার্ডের ৩০ কেজি চাল নিতে ইউনিয়ন পরিষদে গেলে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা যুব ইন্নয়ন কর্মকর্তা আবু জাফরের নজরে আসলে তিনি হেলালকে চালদেয়া থেকে বিরত থাকেন, এবং বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাকে অবহিত করেন। এ ব্যাপারে জেছমিন বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বরাবরে একটি লিখিত অভিযোগ পেয়েছেন, এবং তিনি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি সদস্য জলিল হাওলাদার বলেন, এ অনিয়মের দ্বায়িত্ব আমার না। আমি লিস্ট তৈরী করে পরিষদে জমা দিয়েছি মাত্র , অনিয়ম হয়ে থাকলে এর দ্বায়ভার পরিষদের চেয়ারম্যানের।