মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলায় ভিমরুলের আক্রমণে মোমেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিমরুলের আক্রমণে মোমেন শেখ মারা যায় বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক।
মৃত মোমেন শেখ (৫৫) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার মো: সিরাজ শেখের পুত্র।
পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সালাম জানান, দুপুর ১২ টার দিকে নিজ বসত ঘরের পিছনে সবজি বাগানে কাজ করতে ছিল মোমেন শেখ। সেখানেই বাগানে ভিমরুল মোমেনের উপর আক্রমন করে এবং তার শরীরের হুল ফুটায়। পরে মোমেন নিজেই সেই ভিমরুলের বাসা ভেঙ্গে ঘরে যায়। দুপুরে ভিমরুলের আক্রমনের কারণে ঘরে সে অসুস্থ হয়ে পড়লে ৩ টার দিকে বাড়ির লোকজন তাকে নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ড. রানা সাহা জানান, শরীরে ভিমরুলে হুল ফুটিয়ে জানিয়ে বিকেল ৩ টার দিকে মোমেন শেখকে হাসপাতালে নিয়ে আসলে তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেয়া হয়। পরে বিকেল সাড়ে ৩ টায় হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়।