স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন চেয়ারম্যানের রোষানলে পরে চর-থাপ্পর খেল দূর্গাকাঠী গ্রামের শম্ভু রায়, অভিযোগ পাওয়া গেছে।
দূর্গাকাঠী রায় বাড়ীর বসত ভিটার উপর দিয়ে জোর করে খালের প্রবাহ তৈরি করে এলাকায় ভোটের রাজনীতি করতে আসা চেয়ারম্যান সাহেবের অবৈধ আদেশ না মানায়। গত ২৬/৫/২০ ইং তারিখ রোজ মঙ্গলবার দূর্গাকাঠী বাজারে জনসমক্ষে এলাকার নিরীহ ছেলে শম্ভু রায়-কে মারধর করে এবং হুমকি প্রদান করেন, একেএম সবুর চেয়ারম্যান। অদৃশ্য শক্তির বিশাল ক্ষমতাধর চেয়ারম্যান এবং জামাত শিবির থেকে বিএনপি হয়ে হাইব্রিড আওয়ামীলীগ নেতা এম কে সবুর তালুকদার। এছাড়াও তিনি তার মারদাঙ্গা রাজনীতির নিদর্শন স্বরূপ ইতিপূর্বে বিভিন্ন সময়ে ক্ষমতার দম্ভে অনৈতিকভাবে মারধর করেছেন। এমন চিত্র মিডিয়ার কাছে মুখ খোলেন এলাকাবাসী, তারা আরো জানান , সব সময় আমাদেরকে হুমকির মুখে রাখেন ।একই গ্রামের সংখালঘু হিন্দু সম্প্রদায়ের মানিক মল্লিক, মানিক হাওলাদার, দীপক সুতার, বরুন সুতার সহ আরো অনেককে অভিযোগ করেন সবুর চেয়ারম্যানের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রামবাসীসহ সমগ্র ইউনিয়নের লোকজন তীব্র প্রতিবাদ ও ঘৃণা জ্ঞাপন করেছেন , এলাকাবাসী ও উপর মহলের কাছে সুষ্ঠু বিচার চান।
সুত্র সংবাদ টিভি