মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
বলিউডে কঙ্গনা তার নিজ গুণে এমন জায়গা করে নিয়েছেন, যা এখন উদাহরণ। কোনো হিট নায়ক বা বলিউডের খানদের সঙ্গে অভিনয় না করেও তিনি বলিউডের কুইন।
নিজের এই জায়গায় আসার বিভিন্ন পরিশ্রমের কথা গণমাধ্যমে বলেছেন তিনি। এবার নিজের একটি ইচ্ছার কথা শেয়ার করলেন। ভারতের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে নিজেকে দেখতে চান তিনি। এই স্বপ্নটি নায়িকা বয়স ৫০ বছর হওয়ার আগেই পূরণ করতে চান।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সে কথাই জানান আলোচিত এবং একইসঙ্গে সমালোচিত এই অভিনেত্রী। কঙ্গনা বলেন, ‘আমার কাছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশের অন্যতম ধনী হয়ে ওঠা। আমি চাই, আমার ৫০ বছরে অন্যতম ধনী হতে। কারণ একটা ছোট শহর থেকে সোনার খোঁজেই আমি মুম্বাই এসেছিলাম।’