শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এ প্রথম এক সরকারি কর্মকর্তা ও মেডিকেল ছাত্র করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত কর্মকর্তা উপজেলা পল্লী সঞ্চয ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম এবং রাজধানীর এনাম মেডিকেল কলেজের ছাত্র কাজী ইমতিয়াজ (২৪)। কাজী ইমতিয়াজ উপজেলার উত্তর পৈকখালী গ্রামের বাসিন্দা কাজী হাবিবুর রহমান এর পুত্র। এ ঘটনায় শুক্রবার রাতে ১০দিনের অফিস ও মেডিকেল ছাত্রের বাড়িটি লগডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত কর্মকর্তার অফিস ও মেডিকেল ছাত্রের পারিবারিক সূত্রে জানাগেছে, গত ৩১ মে করোনা উপসর্গ দেখাদিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল আলমকে জানানো হলে তিনি উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলম এর মাধ্যমে ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়। শুক্রবার রাতে ২ জনের করোনা ফলাফল পজিটিভ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত কর্মকর্তা এর অফিস উপজেলা পল্লী সঞ্চয ব্যাংক এর শাখা ১০ দিন ও মেডিকেল ছাত্রের বাড়িটি সুস্থ্য না হওয়া পর্যন্ত লগডাউন করা হয়েছে। বাসায় রেখেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।