শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
আরও ভয়াবহ ভারতের করোনা পরিস্থিতি, এবার টপকে গেল স্পেনকেও

আরও ভয়াবহ ভারতের করোনা পরিস্থিতি, এবার টপকে গেল স্পেনকেও

যত দিন ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের তালিকায় এবার স্পেনকে ছাড়িয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন, মৃত্যু ৬ হাজার ৯৪৬ জনের।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ‘সর্বোচ্চ’ ৯ হাজার ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৯৪ জন।
স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। সেখানে মারা গেছেন ২৭ হাজার ১৩৫ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন।

আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন।

তিন নম্বরে রাশিয়া। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৯৭ জন। এর আগে সেখানে সর্বোচ্চ ২৩২ জন মারা যায়, সেটা ২৯ মে।

রাশিয়ান সরকারের দেওয়া তথ্যানুযায়ী, তাদের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০২, মৃত্যু ৫ হাজার ৭১৭ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৪৮ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৯৪ জন।

যে চীন থেকে গত ডিসেম্বরে রোগটি ছড়িয়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে, যা আগের দিনের তুলনায় তিনজন বেশি।

চীন সরকারের দাবি অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন এই রোগে আক্রান্ত হলেন, যাদের অধিকাংশই সুস্থ। মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।

গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৩২১; বিপরীতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana