শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে অসহায়, দুস্থ ও পঙ্গু পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে। জানা গেছে জেলা বি এন পির সদস্য ও সাবেক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ তার নিজ উদ্যোগে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন এর মাধ্যমে উপজেলার ০৯ টি ইউনিয়নের বিভিন্ন স্পটে অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করেন। এ ব্যপারে জেলা বি এন পির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ সঙ্গে মুঠো ফোনে আলাপ করলে বলেন দেশ এখন কোভিড-১৯ করোনার ছোবলে নিমজ্জিত তাই দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে নিজ উপজেলায় শুধু নয়, জেলা সদর সহ জিয়ানগর উপজেলা ও নেছারাবদ উপজেলার অসহায় দুস্থ ও পঙ্গু ও বর্তমান শাসক দলের হাতে যে সকল পরিবার থেকে দলীয় নেতাকর্মী গুম, হত্যা হয়েছে তাদের পরিবারের মাঝেও এ ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। মোট ছয় হাজার পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছি।