শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সুমন খান বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রথম বারের মত করোনা পজিটিভ রোগী সনাক্ত করা হয়েছে।
১নং ওয়ার্ডের গগন গ্রামের জনাব মোঃ শাহ আলম এর পুত্র ইমরান হোসেনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে কাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উক্ত বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পিরোজপুর জেলাসহ এ পর্যন্ত করোনা পজেটিভ ৯১জন শনাক্ত করা হয়েছে। জেলার ৭টি উপজেলার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২ জন। এছাড়া জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৬ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৬ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৮ জন, নাজিরপুর উপজেলায় ৭ জন এবং কাউখালী উপজেলায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।