শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় হু হু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ। গত ১৫ জুন একদিনে পৌরশহরে ৯ জন করোনা রোগী সনাক্ত হয়। এ নিয়ে ভান্ডারিয়ায় মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ভাণ্ডারিয়ায় এ পর্যন্ত মোট সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পিরোজপুরের ভান্ডারিয়াকে রেড জোনের আওতায় এনে লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সকাল থেকে ২১ দিনের জন্য অবরুদ্ধ ভান্ডারিয়া পৌর এলাকা। লকডাউনে ঔষধের দোকান সার্বক্ষনিক চালু থাকেব। মুদি, নিত্যপণ্যের দোকান দুপুর ২ টা পর্যন্ত চালু থাকবে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নবীনের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ভান্ডারিয়া পৌরশহরে সকল দোকানপাঠ বন্ধ করে দেয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এইচ এম জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার।
নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম নবীন বলেন, ভান্ডারিয়ায় করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় এবং কমিউনিটি ট্রান্সমিশন শরু হওয়ায় ভান্ডারিয়া পৌরশহর রেড জোনের আওতায় পড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।