শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় এনআরবিসি ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) এর একটি উপ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের সার্কিট হাউজ সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে পিরোজপুরর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ব্যাংকের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান মি. পারভেজ তমাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক মো. মনিরুল হক মনি জমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, মঠবাড়ীয়া পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস প্রমূখ।