শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক এক নারীকে ধর্ষণপূর্বক তা গোপনে ভিডিও করার অভিযোগে হিরণ তালুকদার (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে পটুয়াখালী সদরে অবস্থিত প্রাইম ক্লিনিকের জনৈক নারী রিসেপশনিস্টের সঙ্গে অভিযুক্ত মো. হিরণ তালুকদারের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে অভিযুক্ত মো. হিরণ তালুকদার নারী রিসেপশনিস্টকে জোরপূর্বক তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে এবং ভুয়া কাবিন নামায় স্বাক্ষর আদায় করে। অতঃপর, অভিযুক্ত মো. হিরণ তালুকদার ওই নারী ভিকটিমের স্বামী পরিচয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও তার মোবাইলে গোপনে ধারণ করে। অতি সম্প্রতি অভিযুক্ত মো. হিরণ তালুকদার বিয়ের বিষয়টি অস্বীকার করে এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় ওই নারী ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কাছে আবেদন করলে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. হিরণ তালুকদারকে হাজীখালী বাজার থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. হিরণ তালুকদার ঘটনার সঙ্গে নিজের সংশ্ল্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে ওই নারী ভিকটিম কর্তৃক বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করে। হিরণ তালুকদার মো. সাত্তার তালুকদারের ছেলে বলে র্যাব জানায়।