শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে স্বামী-স্ত্রীর হাত-পা বেধে মারপিট করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মাত্র ২০থেকে ২৫ বছর বয়সের ৭/৮জনের ডাকাত দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির মালিক আব্দুস সাত্তার ও তার স্ত্রীর নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চম্পট দেয়। গত শুক্রবার মধ্যরাতে শেরপুর উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলী গ্রামে এই দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পাঁচদেউলী গ্রামের রাজু প্রামাণিকের ছেলে মো. আব্দুস সাত্তার পরিবারের সদস্যদের নিয়ে রাত অনুমান ১০টায় ঘুমিয়ে পড়েন। এরপর রাত অনুমান সাড়ে ১২টার দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যেরা বসতবাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ডাকাতি শুরু করে। বাড়ির মালিক মো. আব্দুস সাত্তার ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে তাদের দুইজনকে হাত-পা মুখবেধে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। এরপর লোহার সিন্দুকের চাবি দাবি করেন ডাকাতরা। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে বেদম মারপিট করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে জবাই করার হুমকি দেয় ডাকাতরা। পরে আহত হয়ে সিন্দুকের চাবি দিতে বাধ্য হয় আব্দুস সাত্তার। এরপর ডাকাতরা সিন্দুক খুলে নগদ ৯৬ হাজার টাকা এবং ৩ভরি ওজনের স্বর্ণালংকার সহ দামী দামী সম্পদ লুট করে চলে যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ হাজির হওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে। এলাকাবাসীরা জানায়, প্রায় ৪বছর যাবত শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত ওই এলাকায় দায়িত্বে থাকার সময় বিভিন্ন শ্রেনীর অপরাধীদের সাথে সখ্যতা গড়ে তুলেছিল। এবছর জানুয়ারী মাসে তার পাবনায় বদলির আদেশ হলেও তিনি গত ১২ই জুন চলে যাবার পর থেকে অপরাধীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে চাউর হচ্ছে।