শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন।
টিভি জার্নালিস্ট এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল, সাবেক সভাপতি শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, শুয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, যমুনা টিভির প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভির শাকিল চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ এমদাদুল ইসলাম সোহেল প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। কয়েকটি সামাজিক সংগঠনও এই মানববন্ধনে অংশ নেয়।
উল্ল্যেখ্য, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ১৫ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। মামলায় আসামি করা হয়, মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলমকে। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠিয়েছেন আদালত। এর আগে ওই কর্মকর্তা একই অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে তা খারিজ করেন বিচারক।
বক্তারা বলেন, সুনির্দিষ্ট তথ্য ও সংবাদ নীতিমালা মেনে মৎস্য কর্মকর্তা আলমের দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে বিভিন্ন পত্রিকায়।অথচ হবিগঞ্জের দু’জন সংবাদিককে জড়িয়ে হয়রাণীর উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন ওই সরকারি কর্মকর্তা। এ মামলা মিথ্যা-ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। দ্রুত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।