শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তরিকুল ইসলাম (১৯) নামে এক গ্যারেজ শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক বলে থানা পুলিশ আজ শনিবার উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত ওই যুবক ভাণ্ডারিয়া শহরের একটি গ্যারেজ শ্রমিক ছিল। সে উপজেলার পশারিবুনীয় গ্রামের মো. গোলামুর রহমানের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশারিবুনিয়া গ্রামের মোটর মেকানিক তরিকুল ইসলাম আজ শনিবার ভোরে ঘুম থেকে আর জেগে না ওঠায় পরিবারের লোকজন তাকে জাগানোর চেষ্টা করে দেখেন সে মৃত। মৃত্যুর কারণ নির্ধারণ না করে পরিবারের সদস্যরা ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতি নেয়। স্থানীয়রা বিষয়টি ভাণ্ডারিয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
মৃত যুবকের বাবা গোলামুর রহমান দাবি করেন, শুক্রবার দিনে পারিবারিক টুকিটাকি কাজ করে ছেলে তরিকুল রাতের আহার শেষে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। আজ শনিবার ভোরাতে ঘুমের ঘরে মা মা বলে চিৎকার করে ওঠার আওয়াজ পান তারা। সকালে তার কক্ষে গিয়ে গিয়ে তাকে মৃত অবস্থা পাওয়া যায়। কি কারণে সে মারা গেল তা পরিবারের কাছে অজানা।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।