বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
গত একবছরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন মানুষের সংখ্যা ১ হাজার ১ জন। এর মধ্যে দেশটির নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পর নভেম্বর-ডিসেম্বর দুই মাসে এসেছেন ৪৪৫ জন বাংলাদেশি নাগরিক। সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিজিবি সদর দপ্তরে প্রেস বিফ্রিং করে একথা জানান তিনি। বিজিবি প্রধান জানান, ফেরত আসা সবাই বাংলাদেশি নাগরিক। এরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এদের ফেরত আসার সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, অবৈধ প্রবেশ কারীদের বিরুদ্ধে ২৫৩টি মামলা হয়েছে। বিজিবি প্রধান জানান, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনও উদ্বেগ নেই। তিনি বলেন, এনআরসি ও সিএএ নিয়ে আমাদের মধ্যে কোনও উদ্বেগ নেই। কেননা আমরা কখনই অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেবো না। অবৈধভাবে প্রবেশ করতে না দেয়াটাই আমাদের নিয়মিত কাজ। সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।