শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জমি দখল ও কালিমন্দির ভাংচুরের অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পিরোজপুর জেলা শাখা। উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান বাজারের পশ্চিম পাশের খালের দখল উচ্ছেদে এ ঘটনা ঘটেছে। বুধবার (৮জুলাই) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বসু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ‘আমরা সরেজমিনে গিয়ে দেখতে পেয়েছি পুরানো শিব মন্দির ভাঙ্গে নি তা যেমন ছিলো তেমনিই আছে। ওখানের জমিটি মজুমদারদের (হিন্দু) বলে তারা দাবী করছেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে ওই খাল দখলের খবর আসে। পরে ভুমি অফিসের লোকজন পাঠিয়ে সেখানে ওই দখল উচ্ছেদের অভিযান চালানো হয়। মন্দিরের জমি বেদখল বা সেখানে বেড়া ভাঙ্গার কোন ঘটনা ঘটেনি। গত সোমবার সকালে উপজেলার দীঘিরজান বাজার সংলগ্ন একটি খাল দখলের উচ্ছেদ করতে গেলে দখলের সাথে জড়িতরা স্থানীয় হিন্দুদের জমি দখল ও কালিমন্দির ভাংচুরের অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা করে। আর এ ঘটনায় দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এঘটনয় পিরোজপুরের নাজিরপুরে খাল দখলে উচ্ছেদে গিয়ে বিপাকে পড়েছে ভুমি অফিস। জেলা পুজা উদযাপন পরিষদ মঙ্গলবার (৭জুলাই) বিকালে সরেজমিন পরিদর্শন করেছেন।
মাটিভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দীপ্তেন মজুমদার বাপ্পী জানান, ওই জমি দখল করতে ওয়ার্ড আ’লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি লোকমান হাকিম হিরু, কামরুল শেখ কাবুল ও হেদায়েত শেখ চেষ্টা করছে। আমাদের পৈত্রিক ওই জায়গার ১১শতাংশ জমি নিজেদের দখলে রাখতে তাতে বেড়া দিয়েছি। এ সময় সেখানে থাকা ওই জমির মালিকানা দাবী করা সুশিল মজুমদার জানান, ওই জমি আমাদের। তবে সরকারের দাবী করা খাল বা জায়গা আমাদের বাড়ির ভীতরে পড়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে তদন্তকরা নাজিপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, ভুমি অফিস তাদের জমি উদ্ধারে কাজ করছেন। আর এ জন্য সেখানে থাকা এক হিন্দু ও মুসলমানের দোকানও উচ্ছেদ করা হয়েছে। শিবমন্দির ভাঙ্গা বা মন্দিরের কোন বেড়া ভাঙ্গা হয় নি।