শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
৭ মাসে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার আশুগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

৭ মাসে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার আশুগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

আশুগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা করেছেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাভেদ মাহমুদ।
তিনি জানান,আশুগঞ্জে গত ৭ মাসে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সময়ের অভিযানে গ্রেফতার করা হয়েছে মাদকের সাথে সংশ্লিষ্ট প্রায় আড়াই শতাধিক আসামী। থানায় রজ্জু করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেড় শতাধিক মামলা।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের পাশাপাশি অপরাধ প্রবনতা কমবে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো জোরদার করার দাবি করছেন সচেনতন মহল।
আশুগঞ্জ থানা পুলিশের দেয়া তথ্যমতে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে আশুগঞ্জে মোট ১৬শ ২৩ কেজি ৪শ গ্রাম গাঁজা, ৪হাজার ৭শ ৮ পিস ইয়াবা, ২হাজার ৯শ ৬৪ বোতল ফেনসিডিল ও ১শ ৩২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এ সময়ের মধ্যে বিভিন্ন অভিযানে মাদকের সাথে সংশ্লিষ্ট মোট ২৬২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উল্লেখিত সময়ের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মোট ১৬০টি মামলা রজ্জু করা হয়েছে।
জানা যায়, পুলিশের একক অভিযান ছাড়াও র‌্যাব ও অন্যান্য বাহিনী এবং পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সীমান্ত এলাকার কাছাকাছি ও মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় আশুগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে মাদক ব্যবসায়ীরা। এ সুবাধে স্থানীয়ভাবেও গড়ে উঠেছে অনেক মাদক ব্যবসায়ী। ফলে উপজেলার উঠতি বয়সের তরুণ ও যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা মাদকাসক্তদের নিকট পৌঁছে দিচ্ছে ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজাসহ নানান মাদকদ্রব্য। সমীক্ষায় দেখা যায়, মাদকাসক্ত তরুণ ও যুবকরা ইয়াবা সেবনের দিকে সবচেয়ে বেশি ঝুঁকছে।
আর এসব মাদকাসক্তিকে কেন্দ্র করে বাড়ছে চুরি, ছিনতাই, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রবনতা।
পুলিশ এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও তারা জামিন নিয়ে বেড়িয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তাই সচেতন মহল মনে করছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলে ক্রমেই এ অবস্থার উত্তরণ হবে। তারা মাদকের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
অবশ্য মাদক নিয়ন্ত্রণে আশুগঞ্জ থানা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ বলেন, মাদকের ব্যপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। কারণ, মাদক হচ্ছে সকল অপরাধের মূল। তাই মাদক কারবারী, মাদক সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট কারো সাথে আপোষ নেই। এ জন্য পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতার প্রয়োজন। তিনি মাদক মুক্ত আশুগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana