শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের নারায়ন রায় এর মেয়ে অর্চনা রায়,তাকে বিয়ে দেয়া হয়েছিলো গোপালগঞ্জ জেলার শুভাগ্রামে আদিত্য বাড়াল এর ছেলে উজ্জ্বল বড়াল এর সাথে। বর্তামানে সে ২ সন্তান এর জননী ছিলেন। তাকে আজ সকালে পল্লীবিদুৎ এর তারের খুটির সাথে গলায় রসি অবস্থায় পাওয়া যায়। অবে এলাকাবাসী ও অর্চনার আত্মীয় স্বজনেরা ধারনা করছে তাকে মেরে ঝুলিয়া রাখা হয়েছে । এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে আত্মীয়স্বজন এর মাধ্যম জানা যায়।
সুত্র বাংলাদেশ ২৪