শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আখাউড়া পৌরসভার রাধানগর-বনিকপাড়া ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম সহ রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় মানুষ পথ চলাচলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।কর্তৃপক্ষের নীরবতা আর ঠিকাদারি প্রতিষ্ঠান কলাহ শহীদ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের দাপটে চলছে এসব অনিয়ম।আর এসব প্রতিকারের কেউ নেই।
কাজের গুনগতমান ও স্থায়ীত্ব নিয়ে ও স্থানীয়রা প্রশ্ন তুললে ও কোন রকম প্রতিকার পাইনী তারা।তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ইকবাল মাটার বলেছেন, কাজে কোন প্রকার অনিয়ম হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়,আখাউড়া পৌরসভার বনিক পাড়ার রাস্তার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ঢালাই কাজে কাঁদা পানির মিশ্রণ হচ্ছে। ডিজাইন অনুযায়ী ঢালাই কিংবা ওয়ালের রড বাইন্ডিং হচ্ছেনা। ডিজাইন অনুযায়ী ১৪ইঞ্চি বাই ৭ ইঞ্চি রড বাইন্ডিং করার কথা থাকলেও তা করা হচ্ছে দ্বিগুন দূরত্বে। যে সব স্থানে ঢালাই করা হয়েছে, সে সব স্থানের ঢালাই ছিদ্র হয়ে পানি ঢুকছে।এছাড়াও ঢালাই কাজে মাটি,কাঁদা মিশ্রিত পাথর-বালি দেওয়া হচ্ছে।
নিয়ম অনুযায়ী পাথর বালি ও সিমেন্টের মিশ্রণ করা হচ্ছেনা।শুধু তাই নয়, কাজের তদারকিতে পৌরসভার একজন ইন্জিনিয়ার থাকার কথা থাকলেও বাস্তবে কেউ নেই। ঠিকাদারের লোকজনই নিজেদের ইচ্ছে মত সব কাজ করছে। এছাড়া ১০/১৫ফুট পরপর জোড়াতালি দিয়ে পুরো ড্রেনটিকে বাঁকা করে তুলা হচ্ছে। এতে ড্রেনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বলেও স্থানীয়দের অভিমত।কাজে অনিয়মের পাশাপাশি আজ ১০জুলাই সকালে পৌরসভার রাধানগর ঘোষপাড়ার রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে হাজার মানুষের পথ চলাচল বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পথচলাচলে চরম দুর্ভোগের মধ্যে মানুষ প্রতিবাদ করলে দুই ঘন্টা বন্ধ থাকার পর একটি অংশ খুলে দিয়েছে কিন্তু এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল দুপুর ১২টা পর্যন্ত। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ইকবাল মাষ্টার জানায়,ড্রেনের কাজে অনিয়ম হচ্ছে না। বালি রাখার জায়গা না থাকায় ঘোষপাড়ার রাস্তায় অল্প সময়ের জন্য একগাড়ি বালি রাখা হয়।
আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল জানায়, শুক্রবার বন্ধ থাকায় তিনি কর্মস্থলে নেই। কাজের তদারকির জন্য পৌরসভার একজন অফিস সহকারীকে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন , কাজে অনিয়ম হওয়ার কথা নয়,ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে অনিয়ম করলে ভেঙে নতুন করে করানো হবে।