শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। আর এ জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সময় জনগণকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। আর এ জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সময় জনগণকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উন্নয়ন সাধনে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা হচ্ছে পূর্বশর্ত। ঐক্যবদ্ধ থাকলে মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এদেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়। আর এ উন্নয়ন অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, ভাণ্ডারিয়া উপজেলায় ১শটি ব্রিজ হচ্ছে। ইতোমধ্যে ৪৫টি ব্রিজের কাজ চলমান। তিনি বলেন, এ এলাকায় ৩৬ বছর ধরে উন্নয়ন অব্যাহত রয়েছে আল্লাহর রহমান যতদিন আছে এ এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সদরে জাতীয় পার্টি-জেপি’র আয়োজিত বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস হতে পরিত্রাণে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভাণ্ডারিয়া বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পার্টি-জেপি’র উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অংশ নেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। এ ছাড়া আরও অংশ নেন জেপি’র ভাণ্ডারিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাণ্ডারিয়া জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। ফরিদপুর সদরপুর উপজেলা চেয়ারম্যান ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সফিকুর রহমান, কুমিল্লার তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন এবং ভাঙ্গা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ছাড়াও জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলার সহযোগী সংগঠনের নেত্রিবৃন্ধ।