শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জে পানিতে ডুবে মোস্তফা নামে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
সে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের শাহআলম মিয়ার ছেলে।
ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনের মত আনুমামিক সময় ১১টা থেকে সাড়ে ১১টায় মোস্তফা ও তার বড় ভাই মোস্তাকিন সহ ১০-১৫ জন ছেলে মিলে জিয়াসারকারখানা রোডের পশ্চিম পাশের জমির বর্ঢার পানিতে নেমে গোসল করতেছিল। গোসলের এক ফাঁকে মোস্তফা হঠাৎ করে পানির নীচে তলিয়ে যায়। সঙ্গে থাকা তার বড় ভাই মোস্তাকিন ও অন্যান্যরা তাকে গোসল করতে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। ততক্ষণে মোস্তফা পানির গভীরে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর পানির তলদেশ থেকে মোস্তফাকে উদ্বার করে প্রথমে আশুগঞ্জ রেলগেইস্থ মেডিল্যাব হাসপাতালে নিয়ে গেলে তারা আশুগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের ছায়া। কান্নার রোলে ভারী হয়ে যায় আকাশ বাতাস। তার মা কান্নায় মূর্ছা যাচ্ছিল বারবার। তার মৃত্যুতে আশপাশের ওএলাকাবাসীর মনে শোকের ছায়া বইছে।