শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
সম্প্রতি অভিনব চুরির দুটি ঘটনা দেখা গেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরে। একটি ঘটনায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির বাড়িতে রান্না করে মাংস-ভাত খেয়ে ৫০ হাজার রুপি ও সমমূল্যের গয়না নিয়ে চম্পট দেয় চোরেরা। অন্য এক ঘটনায় দুটি বাড়ি থেকে চুরি হয়েছে স্যানিটাইজার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।
প্রাথমিকভাবে জানা গেছে, চোরেরা দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে। এরপর তারা চাপাটি (এক ধরনের রুটি), খাসির মাংস ও ভাত রান্না করে খায়। তারপর চুরি করে পালিয়ে যায়। যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে তার ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে বলেন, ‘গত ৮ জুলাই আমার ভাইয়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তার বাড়ি ও আশপাশের অঞ্চলকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। তার বাড়ি সিল করে দেয় পুলিশ। তার স্ত্রী-সন্তানরা এক মাস ধরে গ্রামের বাড়িতে আছে। আমার ভাই আমাকে বাড়ির অবস্থা দেখে আসতে বলে। আমি গিয়ে দেখতে পাই চুরি হয়েছে।’ গত বৃহস্পতিবার রাতের অপর চুরির ঘটনায় টাকা ও মোবাইল ফোন চুরি হয়েছে। ভিন্ন থানা এলাকায় এমন অভিনব চুরির ঘটনায় জামশেদপুর শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুটি ঘটনারই তদন্ত চালাচ্ছে পুলিশ।
সুত্র bd24live.com