শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
মিথিলার এই ছবি দেখে অনেকে বলছেন, কী মিষ্টি! শাখা-পলায় দিব্যি মানিয়েছে তোমাকে। বিগত কয়েক মাস ধরে ‘মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জীর দেখা হয়নি। করোনাই কাল! ঢাকায় আটকে রয়েছেন মিথিলা। কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত।
সাড়ে তিন মাস ধরে মেয়ে আইরার সঙ্গে ঢাকায় থাকলেও তারা কিন্তু একে অপরের মনের অনেক কাছাকাছি। মিথিলাও অবশ্য এই করোনার অবসরকে সৃজনশীল কাজে লাগিয়েছেন।
হাজারো জল্পনা, ধোঁয়াশাকে ধূলিসাৎ করে গত বছর ৬ ডিসেম্বর প্রেমিক কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। তাদের এ মিলন কাঁটাতারের উর্দ্ধে ভালোবাসার মিলন।