শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে তাছলিমা বেগম (৩৫) নামে এক নারীকে ওড়না পেচিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী গত দুই দিন ধরে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২০ জুলাই সোমবার সন্ধ্যা সাত টার দিকে উপজেলার হোগলপাতি গ্রামে এ ঘটনা ঘটে। তাছলিমা বেগম ওই গ্রামের নূরুল হক ঘরামীর স্ত্রী।
আহত ওই নারীর মেয়ে মহিমা বেগম জানান, তার মায়ের সাথে তার বড় চাচী রেহেনা বেগমের সাথে পারিবারিক দ্বন্দ চলে আসছিলো। সোমবার সন্ধার দিকে মা বাড়িতে একা থাকার সুযোগে চাচা শামসু ঘরামী, চাচী রেহেনা বেগম ও চাচাতো ভাই ফয়সাল ঘরামী তার মায়ের ওপর হামলা চালিয়ে বিব¯্র করে ফেলে। এসময় তার (তাছলিমা বেগম) গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা চালায়। মা অজ্ঞান হয়ে পরলে তার গলার চেইন, একটি কানের দুল ও ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়। শামসু ঘরামী হোগলপাতি গ্রামের মৃত. মুজাহার ঘরামীর ছেলে।
শামসু ঘরামী এ সকল অভিযোগ অস্বীকার করে জানান, একটি হাঁস নিয়ে দুই ‘জা’য়ের মধ্যে হাতাহাতি হয়েছে। এসময় হয়তো গলায় আচড় লাগতে পারে। আমি দুজনের ঝগড়া ছাড়িয়ে দিয়েছি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।