শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে আজ রবিবার থেকে পিরোজপুর শহরে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় পিরোজপুর শহরে শিশু পার্ক সংলগ্ন পারেড়হাট সড়কের পাশে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, সংগঠনের উপদেষ্টা হাচনাইন পারভেজ, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোরশেদ এবং সদস্য সাইফুল্লাহ হুমায়ূন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বৃক্ষরোপন কর্মসূচির আহŸায়ক জাহিদুল হাকিম। মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের শোভাবর্ধণে ২০০ গাছের চারা রোপন করা হবে। রোপনকৃত গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, সোনাইল, রাধাচূড়া, কাঞ্চন, বকুল, আমলকি, হরতকি এবং বহেরাসহ বিভিন্ন জাতের বনজ ও ওষুধি গাছ।