শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি চাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন হোতখালী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে টিলার চালক সবুজ (৩০), ওয়ারেচ হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার (৫০), দেলোয়ার হাওলাদারের স্ত্রী মাজেদা বেগম (৪৫), লোকমান হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম (৪০)। গুরুতর আহত দুজন গত ৩ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে জানা যায়, গত ২ আগষ্ট রোববার বিকেলে টিলার চালক সবুজ প্রতিদিনের জমি চাষ করার জন্য মাঠে গেলে ওই গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে আফজাল বলে তার নিচু জমি আগে চাষ করে দিতে হবে। এসময় সবুজ তাকে বলে আপনার উঁচু জমি চাষ করে দিয়েছি এটায় বীজ বপন করেন । এ সময় অন্যান্যদের ঊঁচু জমিতে চাষ না দিলে তারা আর রোপন করতে পারবে না বলে দুদিনের সময় প্রার্থণা করে। এতে সবুজের সাথে আফজাল তর্কে জড়িয়ে পরে। এসময় দেলোয়ার হাওলাদার এগিয়ে এসে আফজারকে বোঝানোর চেষ্টা করলে তার ওপর প্রথম দফায় হামলা চালায় আফজাল গ্রæপ। এর খানিক পরে আফজাল মুঠো ফোনে তার দুই ছেলে হাসান, সোহাগসহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী ডেকে এনে পুণঃরায় সবুজ ও দেলোয়ারকে এলাপাথারী পেটাতে থাকে। তাদের আত্মচিৎকারে মাজেদা বেগম ও ফরিদা বেগম এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসি আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সবুজ ও ফরিদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত দেলোয়ার জানান। এব্যপারে কথা বলার জন্য সরেজমিনে গিয়েও আফজালকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে যোগাযোগ করলেও কোন সদুত্তর দেয়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।