শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আশুগঞ্জে ২ বাস কনডাক্টরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে আশুগঞ্জ গোল চত্ত্বর বাস স্ট্যান্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার।
তিনি জানান, ৯৯৯ এ কল করে ইউএনও’র নম্বর সংগ্রহ করে জনৈক বাসযাত্রী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয় হচ্ছে বলে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে বাস স্ট্যান্ডে এসে এর সত্যতা পাওয়া যায়। ফলে ভ্রাম্যমান আদালতে ইকোনা বাসের কনডাক্টরকে ১০ হাজার এবং উত্তরা বাসের কনডাক্টরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার যাত্রী সাধারণকে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় তিনি মাস্কবিহীন যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।