শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাতিকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে না বাঁচাতে গিয়ে দাদাও স্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকালে উপজেলা ভলাকুটের খাগালিয়া গ্রামে একই সঙ্গে দাদা নাতির এই করুন মৃত্যু ঘটেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারিরা হলেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিন (৭০) ও কফিল উদ্দিনের ছেলে ইকবালের ছেলে বায়েজিদ (১১)।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের ছেলের সন্তান বায়েজিদ রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে কফিল উদ্দিন নিজের দোকানে গিয়ে দেখেন নাতি বায়েজিদ টিনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছেন। নাতিকে এই অবস্থায় দেখে দাদা কফিল উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
তিনি আরও বলেন, পরিবার থেকে কোন এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।