শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মূর্তিমান আতঙ্ক ভূমিদস্যু এমাদুল বাহিনীর হাতে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে।
এমাদুল বাহিনীর বিরুদ্ধে নিরীহ মানুষের ভিটে-বাড়ি,জমি দখল,মিথ্যে মামলা দিয়ে হয়রানি মারধর এলাকা ছাড়ার হুমকি সহ ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, উপজেলার মিরুখালী ইউনিয়নের মিরুখালী গ্রামের মৃত মজিদ খানের ছেলে এমাদুল খান (৪৩) একজন এলাকার চিহ্নিত ত্রাস ও ভূমিদস্যু হিসেবে পরিচিত ও মূর্তিমান আতঙ্ক। এলাকার শত শত নিরীহ সহজ-সরল মানুষ তার হাতে জিম্মি। ক্ষমতার অপব্যবহার ও পেশীশক্তির বলে আইন-কানুনের প্রতি তোয়াক্কা না করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার এ অপকর্মের প্রতিবাদ করলে তাকে এলাকাছাড়া হতে হয়। এমনকি প্রতিবাদ করে অনেকের আবার জেলহাজত খাটতে হয়েছে। ওই এলাকার মৃত কাঞ্চন খানের ছেলে কৃষক আবুল কালামের ১৩ শতাংশ বসতবাড়ির জমি দখল করে ২ মাস আগে এবং জরিপ অফিস এর প্রভাব খাটিয়ে পর্চা কাটিয়ে নেন। একই এলাকার দিনমজুর হাবিব গংদের ৯ শতাংশ বসতবাড়ির জমি এমাদুল বাহিনী জবর দখল করে নেয়। এমাদুল বাহিনীর ভয়ে দিনমজুররা জমি দখলের প্রতিবাদ করতে সাহস পায় না। মিরুখালী গ্রামের মালেক মিয়ার দীর্ঘদিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত দখলীয় ১৩ শতাংশ বসতবাড়ির জমি জবর দখল করেন। অপরদিকে মিরুখালী মৌজার এস এ ২২১ নং খতিয়ানের ২৭৪১,২৭৬৮,২৭৭৩ দাগের ৫৭ শতাংশ জমির প্রকৃত মালিক মৃত ইনছান আলীর ওয়ারিস আমির হোসেন ওই জমি গত তিন বছর আগে এমাদুল তার বাহিনী নিয়ে দখল করে নেয় এবং তার নামে চলমান বি,এস পর্চা করান। ভুক্তভোগী মালেক জানান আমার পৈত্রিক ১৩ শতাংশ জমি এমাদুল দখল করে নিলে এর প্রতিবাদ করলে আমাকে মেরে রাস্তার উপর ফেলে দেয়। আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। এমাদুল আমাকে পিটিয়ে আহত করে ক্ষান্ত হননি উপরন্ত আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠান। এমাদুল এর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে এলাকায় সে একটি চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার খুঁটির জোর কোথায় আমি জানিনা। ভুক্তভোগী একই এলাকার হাবিবুর রহমান জানান অন্যায় ভাবে আমাদের বসতবাড়ির ৯ শতাংশ জমি দখল করে নেয় এর প্রতিবাদ করলে এমাদুল প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে অভিযুক্ত এমাদুল খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এ অভিযোগ সত্য নয়।