শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শোক র্যালী বের করা হয়। পরে অডিটরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, যুবলীগের সভাপতি এনামুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিসান প্রমূখ।