রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
‘প্রকৃতির বন্ধুরা কখনো অকৃতজ্ঞ হয় না। সঙ্গী পেয়ে তারা ভুলে ও যায় না। দু-এক দিন দেরী হলেও দেখা করতে আসে। এখন তারা বড় হয়েছে। তাজা পুঁটি মাছ দেই। মহামারির এই সময়ে ঝুঁকি নিয়েই এর জন্য মাছ সংগ্রহ করতে হয়। ভালোবাসার মূল্য জানে ছোট্ট পাখিটাও। প্রকৃতি তার নিজের মতোই থাকে।
সংবাদকর্মী দুলাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনেরই একটি স্ট্যাটাস দিয়ে একটি ছবিও জুড়েছেন। ছবিতে দেখা যাচ্ছে বকটি দুলাল ঘোষের কাঁধে বসে আসে। আরেকটি ভিডিওতে দেখা যায় দুলাল ঘোষের ডাকে সাড়া দিয়ে বকটি মাছ খেতে আসল ঘরে।
মানবপ্রেম ও বকের পোষ মানার সত্যিকারের এ গল্পটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার। প্রায় দেড় মাস ধরে চলছে তাদের এ ভালবাসার গল্প। এ গল্প যে কাউকে আবেগী ও মন ভরে তুলবে। অসুস্থ বকটি সুস্থ হয়ে ভুলে যায়নি তার ফেলে আসা পেছনের মানুষগুলোকে। সঙ্গী নিয়ে দূরে গিয়ে আবার ফিরে আসে সেই বাড়িতে।
অবশ্য এ বাড়িটিতে বক নিয়ে ভালোবাসার গল্প নতুন নয়। ২০১৭ সালের অক্টোবরে অসুস্থ একটি বককে সুস্থ করে তুলেছিলেন দুলাল ঘোষের ছেলে দ্রুনাঞ্জন ও ভাতিজা প্রতীক্ষা। সেবার একটি বককে সুস্থ করে চলে যেতে সাহায্য করেছিল তারা। তবে সে গল্পটা ছিল ঘণ্টা বিশেকের। এনিয়ে সংবাদপত্রে খবর ও প্রকাশিত হয়। এবার বকের প্রতি মানবের ভালোবাসা দীর্ঘ প্রায় দেড় মাস ধরে চলে আসছিল।
দুলাল ঘোষের বাড়ি আখাউড়া পৌর এলাকার রাধানগরে। বাড়িতে গাছগাছালি থাকায় মৌসুমী বকের আনাগোনা থাকে। বাড়ির লোকজনও বকের আনাগোনা পছন্দ করে। তাড়িয়ে দেওয়ার বদলে অতিথি হিসেবেই বরণ করে নেয় তারা বককে।। বড়দের এমন প্রেম ছড়িয়ে গেছে ছোটদের মাঝেও।
দুলাল ঘোষ জানান, চৈত্র থেকে শ্রাবণ পর্যন্ত বাড়ির আম, কাঁঠাল গাছে বক এসে থাকে। কখনো কখনো আরো দু-এক মাস বেশি। এবারও বক আসার ব্যতিক্রম হয়নি। গত ২৭ জুন একটি ছোট বক আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। যথারীতি ছেলে দ্রুনাঞ্জন ও ভাতিজা প্রতীক্ষা মিলে বকটির সেবা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বকটির সেই ক্ষমতা না থাকায় উড়তে পারছিল না। একপর্যায়ে ঘরে এসে আশ্রয় নেয় বকটি। এরপর থেকে বাড়ির সবাই মিলে বকটিকে দেখভাল শুরু করেন। প্রথমে নিজেরা বকটিকে খাইয়ে দিতেন। এখন আর খাইয়ে দিতে হয় না। ফ্রিজে থাকা পুঁটি মাছ পানিতে ভিজিয়ে খাবার উপযোগী করে দিলে সেটি নিজেই খেয়ে নেন। এ অবস্থায় বকটিকে গাছে বসিয়ে দেওয়া হয়। কিন্তু বকটি অবাক করে দিয়ে ঘরেই ফিরে আসে। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন সঙ্গী পেয়ে উড়ে যায় বকটি। ধরে নেওয়া হয় আর ফিরবে না। কিন্তু আবারো অবাক সবাই। বকটি নিয়ম করেই বাড়িতে ফিরে আসে। মাছ খেয়ে আবার উড়ে যায়।