শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম সেলিম মিয়া। সে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির মুকুন্দপুর তুফায়েল নগর গ্রামের আব্দুল আহাদের ছেলে।সে পরিবেশের ক্ষতি করে কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালু তোলছিল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপির তুফায়েল নগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
বিজয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত জানান, উপজেলার পাহাড়পুর ইউপির তুফায়েল নগর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ভূগর্ভস্থ থেকে একটি শ্রেনী মাটি উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সেলিম মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি তার দুটি অবৈধ ড্রেজার বিধি মোতাবেক জব্দ করে বিকল করে দেয়া হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার কে,এম,ইয়াসির আরাফাত আরো বলেন,
কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালু তোলার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।