শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
রূপগঞ্জের ভুলতায় অবস্থিত একটি পোশাক কারখানার নারী শ্রমিকের সঙ্গে একই থানার ভাওয়ালিয়াপাড়ার শাহেব আলীর ছেলে শাহ আলমের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ২০১৫ সালের ২৪ মার্চ সকালে বন্দর উপজেলার এস আইচ ক্যাসল অ্যান্ড রিসোর্ট নামে একটি পার্কের ভেতরে নিয়ে দুজনের সহযোগিতায় ওই নারী শ্রমিককে ধর্ষণ করে শাহ আলম। এ ঘটনায় ওই বছরের ২৭ মার্চ রূপগঞ্জ থানায় ওই গার্মেন্ট শ্রমিক ধর্ষণের অভিযোগে মামলা করেন। এতদিন আদালতে মামলা চলার পর প্রেমিক বলছেন তিনি ওই নারীকে বিয়ে করবেন।
তাই মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে আবেদন করেন তিনি। কিন্তু এতদিন আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করাসহ রাষ্ট্রের আর্থিক অপচয় করার কারণে ওই আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এ সময় জরিমানার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে রশিদ দাখিলের নির্দেশও দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ধর্ষকের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ শহীন উদ্দিন এ রায় দেন। রায়ে উল্লেখ করা হয়েছে, জরিমানার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে রশিদ দাখিল সাপেক্ষে আগামী ধার্য তারিখে আসামির করা আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে।
সুত্র bd24live.com