শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা শুভ শর্মার উপর সন্ত্রাসী কর্তৃক কব্জি বিচ্ছিন্ন করার ঘটনার তীব্র নিন্দা,প্রতিবাদ ও প্রধান আসামী সহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩ তলায় এ সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা। সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার পর পৌর ছাত্রলীগ ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শুভ শর্মা বাসায় যাওয়ার পথে কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে হামলা করে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয়। এবং হাতের কব্জি নিয়ে উল্লাস করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়। মামলার প্রধান আসামী সহ সকল আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। গ্রেপ্তারের দাবিতে আগামি ২২,২৪ ও ২৭ আগস্ট কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা বলেন, আগামী ২৭ আগস্টের মধ্যে প্রধান আসামী সহ সকল আসামীদের গ্রেফতার করা না হলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলনে নামতে বাধ্য হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন, ছাত্রলীগ নেতা রাসেল জমাদ্দার,সোহেল রানা, মারুফুজ্জামান মারুফ, রাকিব,মেহেদি হাসান বেল্লাল প্রমুখ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মশিউর রহমান মর্তুজা বলেন, “হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই শুভ শর্মার উপর হামলা করা হয়।” মোবাইল সংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা করে দুর্বৃত্তরা।” এ হামলাকে কেন্দ্র করে কিছু অনলাইন মিডিয়ায় গুজব সৃষ্টি হয় যেমন, খাম্বার উপরে হাত রেখে কব্জি কেটে ফেলা হয়, ঘটনা কল্লাকাটা ব্রীজের উপরে সংঘটিত হয়, মোবাইল চুরিকে কেন্দ্র করে, মায়ের জন্য ওষুধ আনতে যাওয়ার সময় আবার কেউ কেউ লিখেছেন ব্রিজের উপর গল্প করার সময় এ ঘটনা ঘটে, সংবাদ সম্মেলনে স্পষ্ট হয় যে মূলত বাসায় যাওয়ার পথে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে শুভ শর্মা উপর হামলা করে। প্রসঙ্গত মঠবাড়িয়া থানা পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।