শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদকের মা মনোয়ারা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গতকাল সোমবার সকাল পৌনে ৯ টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খাসহাওলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমাদের কন্ঠের পরিবার। এছাড়া স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গতকাল বাদ আসর স্থানীয় মিয়াজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। মরহুমা মনোয়ারা বেগম ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরহেজগার নারী। তার স্বামী মরহুম মাওলানা হাজী আবদুল হামিদ ছিলেন বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ ও বাগেরহাট বড় মসজিদের পেশ ইমাম। মরহুমার চার সন্তানের মধ্যে বড় পুত্র আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ । ছোট ছেলে দাউদখালি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও সমাজ সেবক শামীম মিয়াজী। এছাড়াও মরহুমা ২ কন্যাসহ নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় হাসহাওলা গ্রামে জম্মগ্রহন করেন। তিনি দুই ছেলে,দুই মেয়ে সহ বহু নাতি নাতনী এবং অসংখ্যা গুনগ্রহি রেখে গেছেন। তার ছেলে মেয়েরা সবার কাছে দোয়া চেয়েছেন।