শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এসডিসির অর্থায়নে, হেলভাটাস বাংলাদেশ এর সহযোগীতায় রুপান্তরের বাস্তবায়নে অপরাজিতা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন,রুপান্তর অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল এবং উপজেলা সমন্বকারী পিরোজপুর সদর সাহিদা বানু সোনিয়া। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুপান্তর অপরাজিতা প্রকল্পের মঠবাড়িয়া উপজেলা সমন্বয়কারী কোহিনুর বেগম। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান। গত ১৮ ও ১৯ আগস্ট ২ দিন ব্যাপী এ প্রশিক্ষনে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সকল নারী প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য ও বাজেট পরিকল্পনা তৈরীতে নারী সদস্যদের ভ‚মিকা সম্পর্কে উন্মুক্তভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা হয়।
শেষে অংশগ্রহনকারীগণ স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য এবং সেবা প্রদানের জাবাবদিহিতার পদ্ধতি, কৌশল বিষয়ক জ্ঞান,দক্ষতা ও দৃষ্টিভংগির ইতিবাচক পরিবর্তন হবে বলে ব্যক্ত করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট প্রনয়নে সক্রিয়ভাবে অবদান রাখতে সক্ষম হবে বলে জানান।