শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলার লহরী গ্রামের রেশমা আক্তার নামে এক গৃহবধূ নরসিংদীর পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে খুন হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর রোডের বাজিরমোড় এলাকার আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এঘটনায় নিহত রেশমা আক্তারেরে (২৫) স্বামী সামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, নবীনগর উপজেলার লহরী গ্রামের সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদী সদর রোড এলাকার আল মামুন হোটেলে উঠার পরপরই রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়। পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খুলেনি।
অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়ে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করে পুলিশ।
অপর আরেকটি সূত্রে জানা গেছে, কয়েক দিন পর পরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটান। বিষয়টি তার স্বামীর চোখে ধরা পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছে। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী সামসুল হককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।