শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সানলাইফ উন্নয়ন সংস্থা নামে একটি বে-সরকারি এনজিও সহ¯্রাধিক গ্রাহকের ১৭ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা।
সম্প্রতি সংস্থাটি অফিস ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলে গ্রাহকদের মধ্যে হতাশা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। গ্রাহকের ওই টাকা ফেরৎ পাবার দাবিতে সোমবার সকালে তুষখালী-বড়মাছুয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সহ¯্রাধিক গ্রাহক।
ঘন্টাব্যপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রোজি পারভীন, লাকী বেগম, পুতুল, খাদিজা, শাহজালাল, নূরজাহান, মালেক মোল্লা, নাসরিন, সেফালী, আসমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সানলাইফ উন্নয়ন সংস্থা ১০ বছর মেয়াদী ডিপিএস, সঞ্চয়, দ্বিগুণ মুনফাসহ লোভনীয় প্রতিশ্রæতি দিয়ে গ্রহক প্রতি ১ লাখ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। আমাদের শেষ পুঁজিটুকুও জমা করে আজ নিঃশ^ হয়ে গেছি।
রোজি পারভীন, সালমা, খাদিজা, পুতুল জানান, সানলাইফ উন্নয়ন সংস্থা‘র ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর ২০০২ সালে তুষখালী এলাকায় একটি অফিস ভাড়া নেন। এবং তাদেরকে ৬ হাজার টাকা বেতনে মাঠ সমন্বয়কারি হিসেবে নিয়োগ দেন। এতে তারা উপজেলার বিভিন্ন এলাকার সহ¯্রাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ কোটি টাকা আদায় করে দেন।
এব্যপারে জানতে সানলাইফ উন্নয়ন সংস্থা‘র ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর এর তিনটি মোবাইল নম্বরে (০১৭৭৫৮৫৪৬৩৩/০১৭৮২৮১৯৬৪৩/০১৯২৫৭৪৬১৩৫) কল করলে সবকটি নম্বর বন্ধ পাওয়া যায়।