শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা॥ পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সাঈদ (৭৫) রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………………. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সোমবার রাষ্ট্রীয় মর্যদায় জানাযা শেষে উপজেলার গোসনতারা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় এসময় রাষ্ট্রপক্ষের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম উপস্থিত সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু , সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতি নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।